কবিতাঃ প্রশান্তির অবয়ব | লেখকঃ তাসফি আহমেদ
কবিতাঃ প্রশান্তির অবয়ব
তুমি যেন পূর্নিমা,
স্নিগ্ধ কোমল আলো।
রূপে যার অহংকার নেই,
প্রাণে শান্তি বয়ে আনো।
তাই তো তোমায় নিত্য দেখি,
তোমার রূপের গভীরে আছে যে মুক্তি,
সে-ই আমার অনন্তের শেষ আসক্তি।
প্রশান্তির অবয়ব