কবিতাঃ অন্তরাল | লেখকঃ তাসফি আহমেদ
কবিতাঃ অন্তরাল
সব হিসেবই এখানে এসে থমকে যায়,
নিশ্বাসে আঁকা হয় অভিমান।
কবিতায় উঠে আসে কতো কষ্ট,
চোখ যেন বলে দেয় ব্যথা কী পরিমাণ।
বাঁচে একটি গোপন সংসার।
তুমি নেই বলে, এতো বেশি শূন্যতা বলে,
কষ্ট সই, অভিমান করি পরিহার।
অথচ, বিলীন হয়েও তুমি যেন,
থেকে যাও — এই অনিবার।
কবিতাঃ অন্তরাল