About me
লেখকের গল্পঃ
আমার কোনো বিশেষ গল্প নেই। আবার যে গল্প গুলো আছে সেগুলো খুব সাধারনও নয়। মানুষের জীবনটা বিচিত্র। এরচে বিচিত্র এর চলমান ধারা। সেই ধারাতেই আমার জীবনটা বয়ে যাচ্ছে। আমি অসম্ভব সাধারন একজন মানুষ। মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাই কেমন সাধারন তা অনুমান করা আপনার জন্যে খুব একটা কষ্টকর হবে না।
মানুষে যা চায় তা কখনই পায় না। যা পায় তা কখনই চায় না। এই চিরন্তন সত্য কথাটি আমার এবং আমার জীবনের সাথে ভীষণ ভাবে জড়িত। লেখালেখির ব্যাপারে আমি কখনই কোনো কিছু ভাবিনি। এমনকি একটা সময় পাঠ্য বইয়ের লেখকদের প্রতি যারপরনাই বিরক্তি জাগত। অথচ আজ আমি সেই পথেই যাচ্ছি।
আমি বলছি না আমি খুব ভালো লেখি। নিজের প্রতি আমার এতোটা আত্মবিশ্বাস নেই। আমি লিখি নিজের প্রশান্তির জন্যে। একটা গল্প লিখলে আমার ভেতর যে প্রবল আনন্দ বোধ হয় তা উপভোগ করার জন্যে। এই ব্যাপারটা আমি আপনাকে লিখে বোঝাতে পারবো না। বলেও বোঝাতে পারব বলে মনে হয় না।
আমার লেখা আগোছালো। উন্নত পর্যায়ের নয়। লেখায় ব্যাকরণের বিশেষ ব্যবহার করা হয় না। সঠিক বাক্য গঠনও করা হয়না। মাথায় আর কল্পনায় যা যা বয়ে যায় তাইই লিখে প্রকাশ করি। এই যা। তাই সেই দিক থেকে আমাকে লেখক বলে দাবি করা যায় না। কোনো দিক থেকে যায় বলেও মনে হয়না। আমি সেটা চাইও না।
দুইটা জায়গায় আমি নির্বাচিত হয়েছিলাম পান্ডুলিপি জমা দেওয়ার। এমনকি আমি একটা উপন্যাস লেখাও শুরু করেছিলাম। কিন্তু বর্তমানের লেখকদের দূরাবস্থা দেখে আমি এখানেই থেমে যাই। এতো ভালো ভালো লেখক বই বিক্রি নিয়ে ডিপ্রশনে যায় সেখানে আমাকে তো খুঁজেই পাওয়া যাবে না।
এছাড়া বই নিয়ে পোষ্টের পর পোষ্ট দেওয়া নিয়েও আমার বিস্তর বিরক্তি এবং অনীহা রয়েছে। আমি ব্যাপক অলসও বটে। তাই আসলে উপন্যাস কিংবা নিজের একক বই নিয়ে চিন্তাভাবনা এক প্রকার মাথা থেকে ঝেড়ে ফেলেই দিয়েছি। অযথা প্রকাশকের অর্থ নষ্ট করে লাভ কী।
আমার প্ল্যান কিছুটা অন্য রকম। আমি ইনশাল্লাহ বই বের করবো যদি কোনো সময় আমার লেখা খুব উন্নত হয় এবং ২৫০ জন পাঠক আশ্বাস দেয় যে তারা আমার বই কিনবেন। তা না হলে আমি বই প্রকাশের ব্যাপার থেকে সরে আসব। তবে আমার ইচ্ছে আছে পিডিএফ কিংবা ম্যাগাজিন বের করার। যা আমি দ্রুতই শুরু করব বলে আশা করি।
দোয়া করবেন আমার জন্যে। আপনাদের প্রবল ভালোবাসা আজ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তা না হলে হয়তো আমার জীবনটা আজ অন্য রকম হতো। একটা গল্প লেখার পর আপনারা যে পরিমাণ ভালোবাসা এবং সম্মান দেখান তা-ই আমাকে পরবর্তী গল্প লেখায় আগ্রহী করে। আপনাদের এই ঋণ আসলে পরিশোধ করা অসম্ভব।
আমি সাইট নিয়ে ব্যস্ত থাকায় গল্প লেখা হয়ে উঠিনি ঠিক ভাবে। আমার ব্যস্ততা গুছে গেলেই পুরোদমে লেখা শুরু করবো ইনশাল্লাহ। দোয়া করবেন। ভালোবাসা রইলো।
লেখক পরিচিতিঃ
পরিচিতি দেওয়ার জন্যে আমার বিশেষ কিছু নেই আসলে। তবে নাম ধাম জেনে নিলে ভালোই হয়। আমার নাম শাকের আহমেদ। আদর করে কেউ কেউ তাসফি ডাকে। সেই ডাকা থেকেই তাসফি আহমেদ নামটা সৃষ্টি হয়। আমার বাসা নোয়াখালিতে।
প্রাণিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি বর্তমানে। অলস টাইপের মানুষ তাই পরিশ্রমে বিশেষ আগ্রহী নই। সারাবেলা খেলাধুলা, মুভি-সিরিজ এবং গল্প নিয়েই কেটে যায়। তবে ঘুরাঘুরির ভীষণ সখ। কাঠগোলাপ আমার প্রচণ্ডরকম ভালো লাগে। কী এক অদ্ভুত আনন্দ হয় এই ফুল দেখলে। হাসতে পছন্দ করি। ব্যাপক ইমোশোনাল। এই হলাম আমি। অল্প কথায় তাসফি আহমেদ।