কবিতাঃ আমি যদি ফুল হতাম | লেখক - তাসফি আহমেদ - Tasfis Blog
কবিতাঃ আমি যদি ফুল হতাম | লেখক - তাসফি আহমেদ - Tasfis Blog
কবিতা: আমি যদি ফুল হতাম
লেখক: তাসফি আহমেদ
আমি যদি ফুল হতাম!
কাঠগোলাপ, গোলাপ, কিংবা অন্য ফুল।
ভোরের স্নিগ্ধতা গায়ে মেখে নিজেকে মেলে ধরতাম৷
তপ্ত রোদ, প্রবল বৃষ্টি কিংবা কুয়াশাচ্ছন্ন ভোরে, আমাকে দেখে মানুষেরা মৃদু হাসতো৷
অকপটে বলেই ফেলতো, 'বাহ! কী সুন্দর!'
এই পৃথিবীতে আমিও স্বল্প সময়ের জন্যে
মানুষের আগ্রহ হতাম৷
কেউ কেউ কাছে এসে আদর করতো৷
আলত করে নিজের হাত বুলিয়ে দিতো৷
অথবা কোনো প্রেমিক এসে তার প্রেমিকার কানের কাছে আমাকে গুঁজে দিতো!
আমি তখন সৌন্দর্য হতাম৷
সৌন্দর্য হয়ে প্রেমিকার সৌন্দর্যতা বাড়াতাম৷
প্রেমিকের চোখের একরাশ মুগ্ধতা হতাম!
ভাবতাম আমার জন্যে এই প্রেমিকার দিকে তার প্রেমিক কী মায়া নিয়ে তাকিয়ে আছে৷
আমার তখন গর্ববোধ হতো৷
নিজেকে মূল্যবান মনে হতো৷
মনে হতো এই পৃথিবীতে জন্মে আমি ভুল করিনি৷
এখানে আমার মূল্য আছে৷
এখানে আমাকে নিয়ে আগ্রহ আছে৷
ইশ!!! আমি যদি ফুল হতাম!
অথচ আমি ফুল হইনি৷
আমি মানুষ হয়েছি৷
হয়েছি মানুষের হতাশার কারণ!
কিংবা কারো দুঃখ অথবা জর্জরিত অভাব!
আমি মানুষ হয়ে জন্মে
মানুষের অবহেলা হয়েছি ভীষণ৷
ইশ! আমি যদি ফুল হয়েই জন্মাতাম!
সমাপ্ত
কবিতা: আমি যদি ফুল হতাম
লেখক: তাসফি আহমেদ