কবিতাঃ আপনি | লেখকঃ তাসফি আহমেদ

কবিতাঃ আপনি  | লেখকঃ তাসফি আহমেদ 


আপনার সামান্য আভা,
নিঃশ্বাস ভারী করে।
আপনার সামান্য হাসি,
হৃদকম্পন তীব্র করে।
খোলা চুলে আপনার মসৃণ অবয়ব,
হৃদয়-নগরীতে ঝড় তোলে।
আপনাতেই যেন আবদ্ধ হয়,
কোনো এক মজলুমের শ্বাস।
আপনাকে প্রত্যাশা করে ভীষণ,
অচেনা এক ব্যাকুল বিশ্বাস।

-তাসফি আহমেদ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url