কবিতাঃ আপনি | লেখকঃ তাসফি আহমেদ
কবিতাঃ আপনি | লেখকঃ তাসফি আহমেদ
আপনার সামান্য আভা,
নিঃশ্বাস ভারী করে।
আপনার সামান্য হাসি,
হৃদকম্পন তীব্র করে।
খোলা চুলে আপনার মসৃণ অবয়ব,
আপনাতেই যেন আবদ্ধ হয়,
কোনো এক মজলুমের শ্বাস।
আপনাকে প্রত্যাশা করে ভীষণ,
অচেনা এক ব্যাকুল বিশ্বাস।
-তাসফি আহমেদ