Bangla Golpo: ইস্পা

বাংলা ছোট গল্প। বাংলা গল্প| Love Stories Bangla Choto Golpo | Bangla Valobashar Golpo| Bangla Golpo.


Bangla Golpo: ইস্পা

তাসফি আহমেদ


রাত প্রায় বারোটা।সবাই ঘুমাচ্ছে।কিন্তু রাকিবের ঘুম আসছে না।ক্লাস টু'তে থাকাকালীন সময়ের পর থেকেই  সাথে এমন হয়ে আসছে।এক অদ্ভুত পরিবর্তন হয় ওর মাঝে।নিজেকে অন্য রুপে আবিষ্কার করে ও।অন্ধকারকে ভালোবাসে।ধপধপে চালতা ফুল ওর ভীষণ পছন্দ।পূর্নিমার রাতে বাইরে আলোয় ভরে থাকে। ওর সে আলোয় ভিজতে ইচ্ছে হয় ভীষন।বেশ কয়েকবার ভিজেও ছিল।এতে ওর বাবা মা বেশ অবাক হয়।ঠিক বুঝে উঠতে পারে না কেন এমন হচ্ছে।যখন এমনটা বেশি হতে থাকে তখন ওর বাবা-মা দুজনেই চিন্তায় পড়ে যায়।বাধ্য হয়ে ওকে ডাক্তার দেখান।একজন না।দুইজন না।বেশ কয়েকজন ডাক্তার দেখায় ওর বাবা।কিন্তু কেউই ওর এই রোগ সারাতে পারে নি।তবে একদিন এক ডাক্তার একটা কথা বলেছিল।কথাটা দারুন লাগল রাকিবের কাছে।তার মতে রাকিবের মাঝে কিছু স্পেশাল শক্তি আছে।আটদশটা সাধারণ মানুষের মত ও নয়।কিন্তু ওর বাবা-মা কেউই সেটা বিশ্বাস করেন নি।উল্টো ডাক্তারকে বেশ কয়েকটা কড়া কথা শুনিয়ে দিয়েছে ওর বাবা।তাদের বিশ্বাস না হলেও কথাটা রাকিবের ঠিকই বিশ্বাস হয়েছে।কারন তাদের কাছে রাকিব একটা সত্য লুকিয়েছি।তা হল স্বপ্ন দেখা।রাকিবের আশেপাশে যদি কোন বিশেষ কিছু ঘটে তাহলে রাকিব ঠিক তার একদিন আগেই খবর পেয়ে যায়।স্বপ্নের মাধ্যমে।
এটা কেউ জানে না।জানার কথাও না।কারন কথাটা রাকিব কাউকে বলে নি।
.
রাকিব আস্তে করে ঘর থেকে বেরিয়ে গেল।রাত বারোটা। এ সময়ে ঘুম আসে না ওর।তাই একটা কাজ করে । ঘর থেকে বেরিয়ে যায়।বিশ বাইশ মিনিট হাঁটলেই একটা পুকুরের সন্ধান পাওয়া যায়।ওই পুকুরের পশ্চিম পাড়ে একটা সাদা বেঞ্চি আছে।সেখানে বসে থাকে রাকিব।এর ঠিক হাত দশেক দুরে একটা চালতা গাছ আছে।ধপধপে সাদা সেই চালতা গাছের ফুল।সেখানে বসে কিছুক্ষন ফুল গুলোর দিকে তাকিয়ে থাকে।আর কিছুক্ষণ ওই পুকুরটার দিকে।ভালো লাগে ওর। রাকিবের ঠিক কেন জানি মনে হয় ওই পুকুরে কিছু একটা আছে।যা ওকে সেদিকে  আকৃষ্ট করে ।মনে হয় কোন এক রহস্য লুকিয়ে আছে সেখানে।
.
রাকিব চাদুরটা বেশ ভালো ভাবে গায়ে জড়িয়ে ধির  পায়ে হাটতে থাকল।কনকনে শীত।মাঝে মাঝে সো সো করে মৃদু বাতাস বয়ে যায় ওর কানের পাশ দিয়ে। রাকিব শিহরত হয়।কেন জানি না খুব ভালো লাগতে শুরু করে ওর।অদ্ভুত সে ভালো লাগা।চাঁদের আলো অনেক।রাকিব সেই মিষ্টি আলোয় ভিজছে।বেশ ভালো লাগছে ওর। আজ পূর্নিমা না।পূর্নিমা আসতে আরো পাঁচ দিন বাকি।এ হিসেবটা রাকিবের বেশ ভালো করেই মনে থাকে।পুরো রাস্তা ফাঁকা।চাঁদের আলোয় আলোকিত রাস্তা।দুপাশে গাছ।গাছের ফাঁক গলে চাঁদের আলো রাস্তায় পড়ছে।নিস্তব্ধ, নিশুতি রাতে রাকিব একা একা হেঁটে চলছে পুকুরটার উদ্দেশ্যে।এই পরিবেশে যে কারোরই ভয় লাগার কথা।কিন্তু রাকিবের একটু ভয়ও করছে না।বরং ভীষণ ভালো লাগছে।প্রায় চলে এসেছে ও।আর সাত আট মিনিট হাঁটলেই হবে।বেশ আনন্দে হাঁটছে রাকিব।হঠাৎ-ই ওর কেন জানি মনে হল ওর পিছনে কেউ একজন আছে।ওকে ফলো করছে।রাকিব কয়েক পাঁ হেটে সামনে গেল।গিয়ে দাঁড়িয়ে গেল।তারপর হুট করেই পিছনে তাকাল। না! কেউ নেই।আরো কয়েক পাঁ হেটে গেল ও।এবারেও কেন জানি ওর মনে হল ওর পিছনে কেউ একজন আছে।রাকিব অনেকটা নিশ্চিত হয়ে গেল। কেউ না কেউ ওকে ফলো করছে।অবশ্যই করছে।ও আরেক পাঁ এগিয়ে আবার পিছনে তাকাল।তারপরই দেখল কেউ গাছের আড়াল হয়ে গিয়েছে।তারপরেই গাছের পাতা গুলো হুট করেই নড়ে উঠল খুব জোরে।এবার খানিকটা ভয় পেয়ে গেল রাকিব। এমন তো হওয়ার কথা না।রাকিব তো আগে কখনও এমন ভয় পায় নি।ও আস্তে আস্তে সেই গাছটার দিকে এগুলো যেখানে সেই অদ্ভুত ছায়াটা লুকিয়েছে।কয়েক পাঁ যেতেই গাছের পাতা আবার খুব জোরে নড়ে উঠল।তারপর আবার সব শান্ত হয়ে গেল। নিস্তব্ধতা নেমে এল আবার।রাকিব ব্যাপারটা ঠিক গায়ে নিল না।সামনে এগুতে থাকল।গাছটার খুব কাছে চলে গেল ও।নাহ্! ওখানে কেউ নেই।থাকার তো কথা। এখানেই তো সে লুকিয়েছে।পরক্ষনে ওর মনে হল হয়ত ভুল দেখেছে।বাতাসে গাছের পাতা নড়েছে।ওটার ছায়া হয়ত নড়ে উঠেছে।তাই হয়ত ওর চোখের ভ্রম হয়েছে।রাকিব আবার আগের মত হাঁটতে থাকল পুকুরের দিকে।এই কথাটা মনে হতেই খুব হালকা লাগল ওর কাছে।যেন আশি কেজি ওজনের একটা পাথর মাথা থেকে সরে গেল।কিন্তু কিছুদুর যেতেই আবার ওর মনে হল কেউ একজন ওর পিছনে আছে।কিছু একটা মৃদু শব্দে হাসছে।এইবারের ব্যাপারটা কেমন জানি লাগল।রাকিবের গা যেন শিউরে উঠল।ও সামনের দিকে এগুলো আবার।হুট করে একটা জোরালো বাতাস ওর কানের পাশ দিয়ে বয়ে গেল।যেন ফিস্ ফিস্ করে কিছু একটা বলে গেল।রাকিব আর সামনে এগুলো না।দাঁড়িয়ে গেল।এবার একটা শব্দ ভেসে এল পিছন থেকে।কেউ যেন ওকে ডাকছে।কথা বলতে চাইছে।শব্দটা ঠিক ওর পিছন থেকে আসতে থাকল।ওর বুকের বাঁ পাশের ধপ ধপ শব্দটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল।এই শিতের মাঝেও ও ঘামিয়ে গেল।কপাল বেয়ে ক'ফোটা ঘাম গড়িয়ে পড়ল।কেন জানি হঠাৎ ই ভিষন ভয় পেয়ে গেল ও।পিছনে তাকিয়ে এবারেও কিছু দেখল না।সব আগের মতই ঠিক আছে।ঠিক তখনই কিছু একটার আওয়াজ ভেসে এল।ঠিক ওর মাথার উপর থেকে।কটমট শব্দ হচ্ছে।কিছু একটা ভাঙ্গছে।রাকিব তাকাতেই দেখল গাছের একটা ঢাল ভাঙ্গছে।ওর মাথার উপর পড়বে বলে। ঢালটা ভাঙ্গে আমার মাথায় পড়লে ওর বাঁচার চান্স খুব একটা থাকবে না।রাকিব কিছুটা বোকা বনে গেল।হা করে তাকিয়ে থাকল উপরের দিকে।তারপরে সব কিছু খুব দ্রুত ঘটে গেল।গাছের ঢালটা ওর মাথার উপর পড়বে ঠিক তার আগেই কেউ একজন ওকে এক ধাক্কায় সরিয়ে দিল।এত জোরে ধাক্কা দিল যে ও কয়েক হাত দুরে গিয়ে গড়িয়ে পড়ল। এতক্ষণ  দু'চোখ বুঁজে রেখেছিল রাকিব।কি হয়েছিল তার কোন খবর নেই।কেবল কেউ একজন ধাক্কা দিয়েছে এটা অনুভব করল ও।যখন চোখ মেলল তখন দেখল সাদা ড্রেস পরিহিতা এক রমনি ওর সামনে দাঁড়িয়ে আছে।অদ্ভুত সুন্দর মেয়েটা। যেন কোন এক পরি ওর সামনে দাঁড়িয়ে আছে।মেয়েটাকে দেখে রাকিব কিছুটা অবাক হল। চোখ বড় করে তার দিকে তাকিয়ে থাকল কিছু সময়।ঠিক তারপরেই 'ভূত' বলে জোরে একটা চিৎকারের দিল। আসলে খুব ভয় পেয়ে গিয়েছিল ও।ভয়ে একেবারে চুপশে গিয়েছে ছেলেটা।এমন ভূতুড়ে পরিবেশে এমন কাউকে দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে।তারউপর সে যদি মেয়ে হয় তাহলে তো কথাই নেই।রাকিব চিৎকার দিয়ে দৌড়ের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তার আগেই মেয়েটা বলে উঠল,
: অ্যাই! চুপ কর।এমন চেঁচাচ্ছিস কেন?
রাকিব ভয়ে ভয়ে বলল,
:কে -কে-কে আপনি?
:তুই আমাকে চিনতে পারছিস না?
:আশ্চর্য! আমি আপনাকে চিনব কি করে।আপনি তো  ভুত?
:কি! আমি ভূত?
:তা নয়ত কি? এত রাতে এখানে কোন মানুষ আসে না।ভূত আসে ভূত! 
:তাহলে তুই কি? তুই যে আসছিস?
:আমি প্রতিদিন এখানে আসি।আমি ভূত না।আপনার মত না।আর ভূতরা তো সাদা ড্রেস পড়ে।আপনিও তো পড়েছেন।
:তুই এখনও বোকা রয়ে গেলি রাকিব।সাদা ড্রেস কি কেবল ভূতরাই পরে? মানুষ পরে না?
:আরে! আপনি আমার নাম জানলেন কি করে?
মেয়েটি একটু চুপ হয়ে গেল। বলল,
:আমি আরো অনেক কিছু জানি তোর সম্পর্কে।
:মানে?
:চল? বলছি?
:কোথায় যাব?
:কেন! ওই পুকুর পাড়ের বেঞ্চিতে।
:আপনি সেটাও চিনেন?
:হুম।বললাম না।আমি সব জানি।সব চিনি।
রাকিব আরেকটু অবাক হল।অবাক হয়ে তাকিয়ে থাকল মেয়েটার দিকে।বলল,
:আপনি কে বলু তো।
ন:গাধা।আমাকে চিনতে পারিস নি? আমি মিরা!
:কোন মিরা?
:অ্যাই! তোর সাথে কি আরো কয়েকটা মিরা নামের মেয়ের সাথে যোগাযোগ আছে নাকি?
:থাকতেই পারে।মিরা কি এই পৃথিবিতে একটাই নাকি?
:আচ্ছা বলছি।মহিন উদ্দিন কে চিনিস না? আমি...
:তুই! তুই মহি কাকুর মেয়ে! সেই ছোট্ট মিরা?
:হুম।আমিই সেই ছোট্ট মিরা।
:বাহহ! তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস!
:তা তুই কি ছোট্ট আছিস নাকি?
রাকিব কিছু বলল না।মৃদু হাসল । হঠাৎ-ই খুব ভালো লেগে উঠল ওর। ছোট্ট বেলার সেই বন্ধুকে ফিরে পেয়েছে।এতে বেশ আনন্দ কাজ করছে ওর মাঝে।দুজনেই হাঁটছে।কেউ কোন কথা বলছে না।হুট করেই রাকিব বলে উঠল,
: কবে আসলি এখানে?
:আমি আসছি কাল।
:বাপরে! সেই যে গেলি। আর তো খবরই নিলি না।
:খবর নিতাম কি করে! তোর ফোন নাম্বার কি আমার কাছে আছে?
রাকিব কিছুটা অভিমানি স্বরে বলল,
:চাইলেই পাওয়া যায় বুঝলি।তুই তো চাস নি।
:বিশ্বাস কর।আমি তন্ন তন্ন করে খুঁজেছি। কিন্তু পাই নি।আর শহরে তোদের কোন আত্মিয়ও থাকে না যে তার থেকে নাম্বারটা নিব।
:তা না হয় বুঝলাম।কিন্তু তুই এখানে কেন?
:আমি এখানে এসেছি কারন আমি জানতাম এখানে এলেই তোকে পাব।
:তাই নাকি?
:হুম।
:কিন্তু কিভাবে?
:বলব।বলব।সব বলব।
এই বলে থামল মিরা।রাকিবও আর কিছু জিজ্ঞেস করে নি।দুজনেই চুপচাপ হাঁটছে। তখনই ওরা দেখতে পেল সেই কাঙ্গক্ষিত পুকুর।ধপধপে সাদা সেই বেঞ্চি।আর রাস্তায় পড়ে থাকা সেই সাদা ধপধপে চালতা ফুল।আশ্চর্যের ব্যাপার হল চালতা গাছটায় সব সময় ফুল থাকে।বড় অদ্ভুত ব্যাপার।রহস্যময়ও বটে।

.
 রাকিব কিছুটা অবাক হল।দেখল মিরা ওর আগেই সেই বেঞ্চিতে গিয়ে বসেছে। যেন সব কিছু মিরার চেনা।কিন্তু আশ্চর্যের ব্যাপার হল মিরারা গ্রামে থাকাকালীন এই বেঞ্চি ছিল না।তাহলে মিরা জানল কি ভাবে যে ঠিক এখানেই সেই বেঞ্চিটা আছে?সত্যিই রাকিব ভীষন অবাক হল।মিরা গিয়ে বেঞ্চটাতে বসল। ঠিক ওর পাশে বসল রাকিব।দুজনেই চুপচাপ। কেউ কোন কথা বলছে না।ওর ওখানে বসার ঠিক কিছুক্ষণ পরেই একটা শব্দ ভেসে এল।কেউ হাসছে বিচ্ছিরি ভাবে হাসছে।মিরা ও রাকিব দুজনেই ভীষন ভয় পেয়ে গেল।এত রাতে আবার কে এল এখানে।শব্দটা আরো গাঢ় হল।আরেকটু কাছে চলে এল।কোন মহিলার কন্ঠ।কেউ বিভৎস ভাবে হাসছে।মিরা হুট করেই রাকিবকে জড়িয়ে ধরল। খুব শক্ত করে জড়িয়ে ধরল।কাঁপা কাঁপা কন্ঠে বলল,
:ও চলে এসেছে।এখানেও চলে এসেছে।ও আমাকে মেরে ফেলবে রাকিব।ও আমাকে মেরে ফেলবে।ও এখানেও চলে এসেছে।
এই বলে মিরা কান্না শুরু করে দিল।রাকিব কিছুটা অবাক হল।বলল,
:কি হয়েছে? আর কে এসে গেছে?
মিরা রাকিবের বুকে মুখ রেখে তর্জনীর আঙ্গুল তুলে পুকুরের দিকে দেখাল।রাকিব সেদিকে তাকাতেই দেখল একটা পদ্ম ফুল।যেন জ্বলছে ফুলটা। এই রাতেও ফুলটা স্পষ্ট দেখা যাচ্ছে।পাপড়ি গুলো কড়া লাল রঙের।ভেতরেরটা গাঢ় বেগুনি।রাকিব কিছুটা অবাক হল।দেখল ফুলটা নড়ছে।যেন আওয়াজটা সেখান থেকেই আসছে।পুকুরের পানি গুলোও যেন খুব জোরে নড়ছে।যেন কোন ঘূর্ণিঝড় উঠেছে।পাশের গাছ গুলোও যেন চিৎকার করছে।চালতা গাছটাও।ওটা খুব জোরে দুলছে।হঠাৎ ই খুব জোরে বাতাস বইতে লাগল।বাতাসে চালতা গাছের ফুল গুলো উড়তে থাকল। সাথে সে মেয়ে হাসির আওয়াজ । যেন সে অনেক দিন আসে না।আজ হাসার সুযোগ পেয়েছে।তাই ইচ্ছে করে হাসছে।রাকিবের পরিবেশটা একদম ঠিক লাগল না।ঠিক কিছু একটা যেন ঠিক নেই। ওর মনে হতে থাকল যদি আর এখানে আর এক মিনিটও থাকে
তাহলে ওদের দুজনকেই মেরে ফেলবে।কেউ একজন আছে যে ওকে মেরে ফেলতে চায়।মিরাকেও।রাকিব ব্যাপারটা ঠিক বুঝে গেল।রাকিব আর মিরা উঠে দাঁড়াল।রাকিব শক্ত করে মিরার হাত ধরল।মিরার দিকে তাকাল।মিরাও তাকাল ওর দিকে।দুজনেই চোখেচোখে কথা বলল কিছু সময়।তারপর আর এক মিনিটও দাঁড়াল না।শরিরের সব শক্তি দিয়ে দৌড়াতে থাকল।ওরা দৌড়ানোর সময় পিছন থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল। কেউ যেন ওদের ডাকছে।আবাত হাসছেও।ওরা পিছনে তাকাল না আর।এক দৌড়ে চলে গেল।
.
মিরাকে রাকিব বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে।মিরা ভয় পেয়েছে ভীষন।ভয় করারই কথা।যা ঘটল কিছুক্ষণ আগে সেটা দেখার পর কেউই ভালো থাকার কথা না।মিরা বাড়তে এসে পুরো এক মগ পানি খেল।আস্তে করে নিজের রুমে ঢুকে গেল।একটা স্বস্তির নিশ্বাস ফেলল।মনে মনে বলল,
"যাক! বাবা মা এখনো উঠে নি।উঠে যদি একবার দেখতে যে আমি নেই তাহলে খবর হয়ে যেত।"
মিরা কিছু সময় বিছানার উপর বসে থাকল।তারপর আস্তে করে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে গেল।ঠিক ঘুমিয়ে যায় নি।চোখ লেগে এসেছে আর কি।ঠিক তখনই একটা শব্দ এল কেউ যেন হাসছে।সেই হাসি।যেটা কিছুক্ষণ আগে শুনেছিল ও।ঠিল তারপরেই কিছু একটা মিরার কম্বল টেনে নিয়ে গেল।মিরা হুট করেই জেগে গেল।উঠে বসল বিছানার উপর।কিছু একটা আওয়াজ আসছে।কেউ যেন হাত মুখ ধুচ্ছে। আওয়াজটা ওর বার্থরুম থেকেই আসছে।মিরা আস্তে আস্তে উঠে গেল।আশ্চর্য! বার্থরুমের লাইটটা তো ও নিভিয়ে  দিয়েছে।তাহলে সেটা জ্বলছে কেন? মিরা ভীষন অবাক হল।বার্থরুম খুলল।নাহহহ!  ভেতরে কেউ নেই। টেপটাও বন্ধ। তাহলে? তাহলে আওয়াজ আসছিল কোত্থেকে? মিরা বার্থরুম বন্ধ করে দিল।ঠিক তখনই আবার আওয়াজটা ভেসে এল।বার্থরুম থেকেই।মিরা আবার বার্থরুম খুলল। নাহহ!এবারেও কাউকে দেখল না ও।সব ঠিকই আছে।মিরা ভীষন ভয় পেল।ভেতরটা যেন শিহরত হয়ে উঠল। বুকের ধক ধক শব্দটা যেন আরো বেড়ে গেল।সব নিস্তব্ধ।কোথাও একটু শব্দও হচ্ছে না। বার্থরুম থেকে কেবল টেপ হতে পানি পড়ার টুপ টুপ শব্দ হচ্ছে।মিরার মেজাজটা একটু বিগড়ে গেল। হুট করেই বার্থরুমের দরজাটা খুলে টেপটা বন্ধ করে দিল।এবার সব আরো নিস্তাব্ধ হয়ে গেল।কোথাও বিন্দু মাত্র শব্দ হচ্ছে না।মিরা দরজা বন্ধ করে পিছন ফিরে তাকাল।তাকাতেই দেখল কেউ একজন দাঁড়িয়ে আছে।চুল গুলো লম্বা লম্বা।দুপাশের দাঁত গুলো অনেক বড়।নখ গুলোও।মুখটা সম্পুর্ন সাদা।চোখ দুটোর মনি গুলো একেবারে ছোট হয়ে আছে।সে মিরার দিকে তাকিয়ে একটা হাসি দিল।মিরা ওকে দেখেই ভয় পেয়ে গেল ভীষন। ভয়ে চোখ বুঁজে খুব জোরে চিৎকার দিল।চিৎকার দিয়ে তাকাতেই দেখল কেউ নেই।কি ব্যাপার! এখানেই তো সে ছিল।কোথায় গেল এখন।মিরা বিছানার দিকে তাকাতেই দেখল ওর কম্বলটা কেউ খাটের নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে।ও দৌড়ে গেল।কম্বলটা টেনে ধরল।কিন্তু ও ওই অশরীরীর শক্তির সাথে পেরে উঠল না।ওই অশরীরী টেনে কম্বলটা খাটের নিচে নিয়ে গেল।কম্বলের টানে মিরাও খাটের নিচে চলে গেল।দেখল কেউ একজন ওর কম্বল জড়িয়ে শুয়ে আছে।মিরাকে দেখেই সে হাসল।মিরা আবারও ভয় পেল।চিৎকার দিল খুব জোরে।ভয়ে ঢোক গিলল মিরা। ঘেমে গেল অনেকটাই। সেই অশরীরী মিরা দেখে বলল,
:তোর মৃত্যু ঘনিয়ে আসছে।আমি আসছি। আমি আসছি তোর রক্ত খেতে।
এই বলে সে মিরাকে খুব জোরে একটা ধাক্কা দিল।মিরা ধাক্কার আঘাত সামলাতে না পেরে তিব্র চিৎকার দিল। ব্যাথায় ককিয়ে উঠল ও।সাথে সাথে জ্ঞান হারালো।মিরার আওয়াজ শুনে দৌড়ে এল ওর বাবা মা এসেই দেখলেন মিরা অজ্ঞান হয়ে পড়ে আছে।
.
:আসসালামুআলাইকুম আঙ্কেল! কেমন আছে।
রাকিব মিরার বাবাকে কথাটা বলল।মিরার বাবা এত ক্ষন চিন্তায় ছিল।ঘোর কাটিয়ে শুকনো একটা হাসি দিল।বলল,
:এইতো ভালো।তুমি কেমন আছ?
:এইতো ভালো।আঙ্কেল মিরা কই?
:ভিতরে আছে।তোমার জন্যে অপেক্ষা করছে।
রাকিব ভিতরে যাবে ঠিক তার আগে মিরার বাবার দিকে একবার তাকাল।দেখল উনি চিন্তিত হয়ে সেই আগের ভঙ্গিমায় বসে আছে।রাকিব উনার কাছে গেল।উনার পাশে গিয়ে বসল।বলল,
:আঙ্কেল কি হয়েছে বলুন তো? আপনাকে এমন দেখাচ্ছে কেন?
মিরার বাবা বেশ কিছুক্ষন কোন কথাই বললেন না।কেবল নিচের দিকে তাকিয়ে থাকলেন।কিছু সময় যাওয়ার পর তিনি রাকিবের দিকে তাকালেন।তারপর রাকিবকে মিরার সাথে ঘটে যাওয়া রাতে কথাটা বলেছেন।মিরার সাথে এতদিন যা যা হয়েছে সব খুলে বলেছেন।রাকিব যতই শুনছে ততই অবাক হচ্ছে।
.
:কোন দিন থেকে তোর সাথে এমন হচ্ছে?
রাকিব মিরার পাশে বসতে বসতে কথাটা বলল|মিরা শুয়ে থাকল|ক্লান্ত স্বরে রাকিবের দিকে তাকিয়ে বলল,
:যেদিন থেকে উনিশ বছরে পদার্পন করেছি|
:প্রতি রাতে কি এমন হয়?
:না! পূর্নিমা আসার পাঁচদিন আগ থেকে এমন হয়|এসময় ও শক্তিশালি হয়ে উঠে|
:এই 'ও'-টা কে?
:কাল রাতে যে হেসেছিল সে|তুই শুনিস নি?
:তা তো শুনলাম|কিন্তু এই 'সে'-টা কে?
:বলছি|এই বলে মিরা শোয়া হতে উঠল|পিঠের পিছন বালিস দিয়ে দু পা মেলে হেলান দিয়ে বসল|বলল,
:তোর মনে আছে ছোটবেলায় একদিন আমি একটা পদ্ম ফুলের জন্যে বায়না ধরেছি তোর কাছে।
:হুম|মনে আছে|ক্লাস টু'তে ছিলাম তখন|ওই যে কাল রাতের পুকুরটাতে যে একটা পদ্মভেসেছিল ঠিক তেমনই একটা পদ্ম সেদিনও ভেসেছিল|সেটা দেখে তুই যে বায়না ধরলি তোকে ফুলটা এনে দিতে|কিন্তু আমি তো তোকে ফুলটা সেদিন দেই নি|বলেছিলাম পরের দিন নিয়ে তোকে দিব|জানিস তোর জন্যে আমি ফুলটা নিয়েছিলাম পরের দিন|তোদের বাড়িতে ফুলটা নিয়ে গিয়েছিলামও|কিন্তু গিয়ে দেখি তোদের বাড়িতে তালা মারা|জানিস সেদিন আমার ভিষণ খারাপ লেগেছিল|রাগে খোবে একেবারে ফুলটা ছিড়ে রাস্তায় ফেলে দিয়েছি|
মিরার একটা সুপ্ত ইচ্ছে হল।ওকে নয়ে রাকিবের কেমন অনুভুতি সেটা খুব জানতে ইচ্ছে হল।বলল,
:আচ্ছা! তুই সেদিন আমার জন্যে ফুলটা নিয়েছিলি কেন? আর আমি না থাকাতে কেনই বা রেগে গেলি।
:তুই জানিস আমি এমনই।কেউ কিছু চাইলে আমি না করতে পারি না।যতটুকু সাধ্যের মধ্যে থাকে সেটা দেওয়ার চেষ্টা করি।রেগে গিয়েছি কারন এত কষ্ট করে এনেছি কিন্তু লাভের লাভ কিছুই হল না।তোকেই ফুলটা দিতে পারি নি।
মিরা রাকিবের চোখের দিকে তাকাল।ঠিক বুঝে নিল ওর সামনে থাকা ছেলেটা একটা মিথ্যা কথা বলেছে।খুব বড়সড় একটা মিথ্যা কথা বলেছে।মিরার আর এদিকে গেল না।ও জানে রাকিব ওকে পছন্দ করে কারন রাকিব যখন ফোন কিনেছে তখন বেশ কয়েকবার মিরার ফোন নাম্বার খুঁজে নিয়ে মিরাকে ফোন দিয়েছে। কথা বলেছে।পরিচয় গোপন রেখেই।মিরা ঠিকই বুঝে গেছে।কেননা কন্ঠটা বেশ চিনা আছে ওর।তবুও কৌতুহলতার বসে নাম্বারটা ফেবুতে সার্স দিল।সার্স দিতেই বেরিয়ে এল সেই কাঙ্গক্ষিত মানুষটির আইডিটা।তাই মিরাও নির্ভয়ে ছেলেটার সাথে ফোনে কথা বলত।তবে মাঝে মাঝে।
:কিরে কই হারাই গেই?
রাকিব কথাটা বলল। মিরা ঘোর কাটিয়ে বলল,
:না! কিছু না।শুন! তুই যে ফুলটা ছিড়ে ফেলে দিয়েছিস সেটা আসলে ফুল না।সেটা ছিল জমা করে রাখা কিছু অশুভ শক্তির পাত্র।এই মহা বিশ্বে মানুষ ছাড়াও অদেখা কিছু অশুভ আত্মা ও শয়তান থাকে।যারা এমন ফুল গুলোতে নিজেদের শক্তি গুলো জমা রাখে।প্রতি বিশ বছর পর একটা সুপার মুন উঠে। সেদিন চাঁদটা আকারে বড় হয়।সেদিনই ওই শয়তান বা আত্মারা ওই ফুল হতে নিজেদের শক্তি গুলো গ্রহন করে।এতে তারা আরো শক্তিশালি হয়ে উঠে। যার কারনে খুব সহজেই এরা মানুষের ক্ষতি করতে পারে।তুই যখন ফুলটা ছিড়লি ঠিক তখনই সেই অশুভ শক্তি গুলো তোর শরিরে চলে যায়।কারন সেটা কোন শরির পেলেই সেই শরিরে প্রবেশ করে।মূল কথা হল তার সামনে যা তাতেই সে প্রবেশ করতে পারি।
রাকিব অবাক হয় মিরার কথা গুলো শুনল কেবল। অবাক ভাব কাটিয়ে বলল,
:তার মানে আমি যে রাতে স্বপ্ন দেখি, যেটা দিনে সত্যতে রুপান্তরিত হয় সেটা কেবল ওই অশুভ শক্তির কারনেই হয়।
:হুম।ঠিক তাই। ওটা অশুভ শক্তির কারনেই হয়।
:তা না হয় বুঝলাম।কিন্তু তোর সাথে এমন হয় কেন?
:কারন আমি যেদিন জন্মেছি ঠিক সেদিনই ওই 'ইস্পা'  নামক শয়তানটার জন্মদিন ছিল।
:এ কেমন কথা।সেদিন তো আরো অনেকেরই জন্ম হয়েছে।কেবল যে তোর হয়েছে তা কিন্তু না।
:তা ঠিক। তবে আমার জন্মের সাথে তার জন্মের ঘন্টা, মিনিট, সেকেন্ড সব মিল আছে।আর মাঝে এমন কিছু আছে যা ওই 'ইস্পা'র প্রয়োজন। তাই আমার সাথে এমন করছে।তার উদ্দেশ্য হচ্ছে আমার রক্ত নেওয়া। যার দ্বারা ও আরো শক্তিশালি হয়ে উঠবে ।
:তোর রক্ত নিবে সে?
:নিবে না।খাবে! তাই তো আমাকে আগ থেকেই ওয়ার্নিং দিচ্ছে।আর চারদিন পর যে চাঁদটা উঠতে যাচ্ছে।যাকে সুপার মুন বলা হয়।সেদিনই ও আমাকে মারবে।তারপর তোকে মারবে।
:ওমা! সেকি? আমাকে মারবে কেন?আমি কি করেছি! 
:কারন তুই তার জমা করে রাখা সব শক্তি নিয়ে নিয়েছিস।আর তুই যদি সেদিন ফুলটা না ছিড়তি তাহলে সে সুপার মুন এর দ্বারা খুব শক্তিশালী হত।কারন সেদিন রাতও ছিল সুপার মুনের রাত।সেদিন সুপার মুন উঠেছে।কিন্তু তুই ফুলটা ছিড়েই সব বিগড়ে দিয়েছিস।যার কারনে ওকে আজ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।তাই তার প্রতিশোধ নিবে সে।তোকে মেরে তার জমায়িত রাগ ঝাড়বে তোর উপর।তুই যদি ফুলটা না ছিড়তি তাহলে আজ আমার এ অবস্থা হত না।অন্য কোন মেয়ের প্রান যেত।
:আরে আমি জানতাম নাকি।আর ফুল তো তোর জন্যেই ছিড়েছি।তাছাড়া সে অন্য মেয়েকে তোর স্থানে ব্যবহার করত এটা কি ঠিক হত। খামখা অন্য একটা মেয়ে নিজের প্রান দিয়ে দিত একটা অশুভ শয়তানের জন্যে। কেবল নিজের দিক দেখলেই হয় না।একটা জিনিস লক্ষ্য করেছিস?
:কি?
:দেখ খোদা কিভাবে ব্যাপারটা আমাদের দিকে চাপিয়ে দিল।যাতে আমরা ওই 'ইস্পা ' বিরুদ্ধে লড়তে পারি। দেখ তোর স্থানে যদি অন্য কোন মেয়ে হত তাহলে সে বিনা কারনে নিজে প্রান দিত।যা বিধাতা কখনই চায় নি।তিনি চান নি যে কেউ বিনা কারনে বিপদে পড়ুক।তাই আমাকে আর তোকে কারন খন্ডিয়ে এই খেলায় নামিয়ে দিল এবং ওই "ইস্পা" বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজনীয় শক্তিও দিয়ে দিল। যা অন্য কারো দ্বারা সম্ভব না।কেবল আমি আর তুই ছাড়া। 
:আসলেও তো তাই।আমি তো আগে ভেবে দেখি নি?
:ভাবাভাবির কিছু নেই। চিন্তা করিস না।যে খোদা আমাদের যুদ্ধ ক্ষেত্রে পাঠিয়েছেন তিনিই আমাদের প্রান রক্ষা করবেন।
:তাই যেন হয়।
:হুম।তা হবেই।কারন আমার আল্লাহ এতটা নিষ্ঠুর নন।
:হুম!
:আচ্ছা তুই এত কিছু জানলি কি করে? এই আমার শক্তি, রাতে বাইরে যাওয়া।এগুলো কিভাবে জানলি?
:সেই "ইস্পা"-ই বলল আমাকে।
:তাই নাকি? বলিস কি?
:যা বলছি তাই।
ওরা দুজনেই থামল। কিছু সময় কোনন কথা হল না চুপচাপ বসে থাকল।কিছুসময় পর রাকিব বলে উঠল,
:জানিস! আমি না কাল রাতে একটা স্বপ্ন দেখেছি!
মিরা কিছুটা অবাক হল।ওর তো স্বপ্ন তো এখন দেখার কথা না।যেদিন সুপার মুন উঠবে ঠিক তার আগের দিন দেখবে।মিরা অবাক হয়ে বলল,
:কি স্বপ্ন?
:অপেক্ষা কর।আমার গুরু আসুক।সে আসলেই বলব।
:গুরু?
:হুম।তিনি ভুত তাড়ান।আমিও মাঝে মাঝে উনার সাথে যাই।
মিরা কিছু বলল না।কেবল রাকিবের দিকে তাকিয়ে থাকল।ঠিক তার কিছু সময় পরই মিরার মা আসল।বলল,
:রাকিব "তাসফি" নামের কেউ একজন তোমাকে ডাকছে।
:উনাকে আসতে বলুন আন্টি!
মিরার মা কিছুটা ইতস্ত বোধ করলেন।তারপর চলে গেলেন।উনি যাওয়ার কিছুক্ষন পরেই একটা ছেলে ঢুকল মিরার রুমে।বয়স বত্রিশ কি তেত্রিশ হবে। মিরা কিছুটা অবাক হল।কারন ভেবেছিল গুরু তার বেশভূষা ধরে আসবে।কিন্তু এ কি? ইনি তো প্যান্ট শার্ট পরে এসেছেন।মিরার সাথে পরিচিত হয়ে তাসফি বসল একটা চেয়ার টেনে।তারপরেই রাকিব স্বপ্ন বৃত্তান্ত বলতে লাগল।
.
রাকিব স্বপ্নে যা যা দেখেছে ঠিক তেমন করেই সাজানো হয়েছে সব কিছু।পুকুরের চারপাশে চারটা আগুনের বর্শা জ্বালিয়ে দেওয়া হল।চারপাশে আগুনের চারটা পয়েন্টে আগুন জ্বলতে লাগল।তারপর তাসফি একটা চিকুন সুতা পুকুরের চারপাশে প্যাঁচিয়ে লাগিয়ে দিল।মিরা পুকুরের নামার জন্যে প্রস্তুত। যে করেই হোক ফুলটা ছিড়ে পাড়ে নিয়ে আসতে হবে। পরবর্তিতে সেটা রাকিবের হাতে দিতে হবে।তারপর রাকিব সেটা জ্বালিয়ে দিবে।এদিকে "ইস্পা" কে আঁটকে রাখবে তাসফি।
তাসফি বসে গেল এক জাগায়। ওর সামনে আগুন জ্বলছে।পাশে ওর প্রয়োজনিয় সব কিছু আছে।আটা, চাল আরো হাবিজাবি কত কিছু।পাশে একটা ক কোরানশরিফও আছে।তাসফি মিরাকে দুইটা তাবিজ দিল।এটা ওই সুতোতে বেঁধে দিবে আর অন্যটা নিজের ডান হাতে দিবে।মিরা সেগুলো হাতে রাখল। তাসফি রাকিবকেও একটা দিল।সব প্রস্তুতি শেষ।শেষবারের মত মিরা রাকিবের দিকে একবার তাকাল।দৌড়ে এসে জড়িয়ে ধরল ওকে। কিছু সময় জড়িয়ে ধরে থাকল।চোখে চোখে কথা হল কিছু সময়।মিরার কাজটা একটু বেশি কষ্টের।ওকে পানিতে নামতে হবে।এই শিতের মাঝে।নির্দিষ্ট সময়ের মাঝে ফুলটা রাকিবের কাছে এনে দিতে হবে।সময় ঠিক দু মিনিট বাইস সেকেন্ড।সময়ের বেমিল হলে সব কিছুই বিগড়ে যাবে।তাসফি শুধু এই সময়টা পর্যন্ত "ইস্পা'কে আটকে রাখতে পারবে।একটু দেরি হলেই সমস্যার দেখা দিবে।মিরার জন্যে একটু খারাপ লাগল রাকিবের।একটু না।ভীষন খারাপ লাগল ওর।
.
তাসফি মন্ত্র পড়া শুরু করে দিল। কি না কি পড়ল মনে মনে তারপর জোরে জোরে পড়তে লাগল।ঠিক তখনই একটা চিৎকার শোনা গেল।কেউ যেন কান্না করছে।তারপরেই কিছু একটার কালো ছায়া দেখা গেল।কালো কিছু একটা উড়ে এল। হুট করেই সে একটা মানুষে পরিনত হল। সে মানুষে যেটা মিরার সাথে দেখা দিত।ওকে আঘাত করত।এই সেই "ইস্পা"।মিরা ওকে দেখেই ভয় পেয়ে গেল।'ইস্পা' মিরা কে দেখতে পেয়েই ওর দিকে এগিয়ে গেল। খুব জোরে ওকে একটা চড় দিল। মিরা কিছুটা দূরে ছিটকে পড়ে গেল।ওর হাত থেকে তাবিজ দুটো পড়ে গেল এতক্ষনে মিরা খেয়াল করল যে ও তাবিজ পরে নি। তাসফি এবং রাকিবও সেটা এখন খেয়াল করল।এখন যদি তাবিজটা না পরে তাহলে ওকে আজ সত্যিই মেরে ফেলবে।এদিকে তাসফি মন্ত্র পড়তে থাকল। মন্ত্র শুনে যেন সে পাগল হয়ে যাচ্ছে।কেমন আওয়াজ বের হচ্ছে ওর মুখ থেকে।রাকিব "ইস্পা'র  নজর ওর দিকে ফিরাল যাতে মিরা তাবিজটা পরতে পারে।রাকিবকে দেখতেই ইস্পার মেজাজটা যেন বিগড়ে গেল। উড়ে এল রাকিবের কাছে।ততক্ষনে মিরা তাবিজটা পরে ফেলেছে এবং আরেকটা তাবিজ  সুতোতে বেঁধে দিয়েছে।তারপর ধির পাঁয়ে নেমে গেল পুকুরের সিড়ি বেয়ে।রাকিবকে মারতে যাবে ঠিক তার আগেই ইস্পার গায়ে এক মুষ্টি আটা মারল তাসফি। তীব্র আর্তনাদ করল ইস্পা।যেন গা জ্বলে যাচ্ছে।মাটিতে শুয়ে গড়াতে লাগল।ঠিক তখনই ওর চোখ গেল পুকুরের দিকে।দেখল মিরা পুকুরে নামছে।ও গড়িয়ে পুকুরের ঝাপ দিতে গেল।কিন্তু ঝাপ দিতে পারল না।কিছু একটা যেন ওকে শক দিয়েছে।যেন ওকে কারেন্টে সর্ট করেছে।সর্ট খেয়ে  ছিটকে এসে পড়ল মাটিতে।বেশ কয়েকবার চেষ্টা করল। ঠিক ততবারই ও ব্যার্থ হল।ব্যার্থ হয়ে তিব্র চিৎকার দিল ও।পুরো পুকুর পাড় যেন কেঁপে উঠল। মাটি থেকে উঠে এসে ইস্পা রাকিবকে একটা চড় মারল চড় সামলাতে না পেরে ছিটকে পড়ল রাকিব। ঠিক তখনই তাসফি ওর গায়ে  আটা মারল।আটা গুলো গায়ে লাগতেই  যেন ওর আ জ্বলে উঠল।ইস্পা সেটা উপেক্ষা করে তাসফিকে বেশ ক'টা চড় মারল।তারপর তল পেটে একটা ঘুসি মারল।তাসফি পাঁচ হাত দুরে গিয়ে ছিটকে পড়ল। তবুও ও মন্ত্র বলা ছাড়ল না।বলতেই থাকল।ইস্পা তাসফির দিকে না গিয়ে এগুলো রাকিবের দিকে।ওর কাছে গিয়েই ওকে শুন্য তুলে নিল। তারপর সামনের দিকে উড়িয়ে মারল। রাকিব হাত পাঁচেক দুরে গিয়ে ছিটকে পড়ল।ব্যাথায় ককিয়ে উঠল ও।ঠিক তখনই মিরা ফুল হাতে উঠে এল এসেই দেখল রাকিব পড়ে আছে মাটিতে।ওর কপাল ফেটে রক্ত বের হচ্ছে। এদিকে মিরু শিতে কাঁপছে।নিজেকে ঠিক ধরে রাখতে পারছে না। এই জ্ঞান হারাবে বলে। মিরু খুব কষ্টে কয়েকটা সিড়ি উঠল। আর উঠতে পারছে না  যেন সব শক্তি গ্রাস হয়ে গিয়েছে। এদিকে তাল সামলে উঠে এল তাসফি।রাকিবও উঠল। ইস্পা রাকিবকে আবার মারতে এগিয়ে গেল ঠিক তখনই তাসফি সেই দোয়া মিশ্রিত আটা ইস্পার গায়ে মারল।ইস্পা আবারো খুব জোরে চিৎকার দিল।এবারে তাসফির উপর ওর মেজাজটা চড়ে গেল।দৌড়ে গেল ওর দিকে। বেশ কয়েকটা ঘুসি মেরে দিল ওর তল পেটে। ততক্ষনে রাকিব উঠে গেল মিরার পাশে।মিরা সিড়ি উঠতে পারল না।নিচ থেকেই রাকিবের দিকে ছুড়ে মারল  ফুলটা।সময়ও ঘনিয়ে আসছে। আর প্রায় পনের সেকেন্ড বাকি আছে।রাকিব পকেট থেকে দিয়াশলাইটা নিল।বেশ কয়েকটা কাঠি রাখল ফুলটার উপর।কঁাপা কাঁপা হাতে কাঠিটা প্যাকেটের উপর ঘসতে লাগল।কি কপাল।কাঠিতেও আগুন ধরছে না।তাসফিকে মারা অবস্থায় ইস্পা দেখে গেল রাকিব ফুলে আগুন লাগাচ্ছে।ও তাসফি কে ফেলে দৌড়ে এল রাকিবের কাছে।রাকিবকে ধরতে যাবে ঠিক তার কয়কে সেকেন্ড আগে রাকিব আগুন জ্বালিয়ে দিল ফুলটার উপর।ফুলটা জ্বলতে লাগল। ঠিক তখনই তিব্র আর্তনাদ শুনা গেল ইস্পার গলা হতে।মাটিতে পড়ে গড়াতে শুরু করল।তারপর আস্তে করে ছাই হয়ে নিঃশেষ হয়ে গেল।রাকিব একটা স্বস্তির নিশ্বাস ফেলল।তাকিয়ে দেখল তাসফির নিথর দেহ মাটিতে পড়ে আছে।মিরু পড়ে আছে সিড়ির উপর।অজ্ঞান হয়ে আছে নিশ্চই। রাকিব দেখল তাসফি মৃদু নড়ছে।উঠার চেষ্টা করছে।তাই আর সেদিকে ধ্যান দিল না।দৌড়ে গেল মিরুর দিকে।ওকে যে করেই হোক বাঁচাতে হবে।
.
পুকুর পাড়ের বেঞ্চিটাতে এখনও দুই মানব মানবিকে দেখা যায়।যারা স্বপ্ন সাজাতে ব্যাস্ত।হ্যাঁ! রঙিন স্বপ্ন সাজাতে ব্যাস্ত। দুজনকেই দেখা যায় চালতা গাছের ফুলে দিকে তাকিয়ে থাকতে।দুজনেই যেন সেই ফুলের গন্ধে মাদকাইত হয়।অথচ এই ফুলের কোন গ্রানই নেই।
.
ভুলত্রুটি মার্জনীয়
-তাসফি আহমদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url