Bangla Golpo: খুন
সদ্য ব্রেক আপ নেওয়া মিরা যখন মাহিনের সাথে প্রেমালাপে ব্যাস্ত ঠিক তখনই ওর বাসার কলিংবেলটা বেজে উঠল।একবার না।দুইবার না।বেশ কয়েকবার বাজল। মিরা খানিকটা বিরক্ত হল।ভ্রু জোড়া কুচকে গেল একটু।মিরা খানিকটা নরম স্বরে মাহিনকে বলল,
:এই একটু হোল্ড কর তো! কে জানি এসেছে।বেজ বাজাচ্ছে অনেক্ষন থেকে ।
মাহিনের উত্তরের অপেক্ষা না করেই মিরা ফোন বিছানার উপর রেখে দরজা খুলতে চলে এল।দরজা খুলতেই দেখল আষাঢ়ে মুখ নিয়ে সোহান দাঁড়িয়ে আছে।চোখ দুটো লাল হয়ে আছে ভীষন। চোখের নিচে খানিকটা কালো হয়ে আছে।মুখটা শুকিয়ে আছে।যেন বিন্দুমাত্র রক্ত নেই সেখানে।চুল গুলো অগোছালো। চোখ দুটো তীব্র নেশা নিয়ে মিরা কে দেখছে।উঁহু ভালোবাসা নেই সেখানে। তিন বছরের ভালোবাসা আজ তীব্র ঘৃণায় পরিনত হয়েছে।এই তাকিয়ে থাকায় প্রচন্ড ঘৃণা প্রকাশ পাচ্ছে।সাথে সোহানের চোখে কিছু একটু খেলাও করছে।ভীষণ নেশাকাতর চোখ দুটো আজ।মিরা তা উপেক্ষা করল। কপট রাগ মিশ্রিত অবহেলার দৃষ্টিতে সোহানের দিকে তাকিয়ে বলল,
:তুমি! এখানে কি করছ!
সোহান কিছু বলল না।একটা পৈশাচিক হাসি দিল কেবল। মায়াহীন হাসি।একটু আবেগও নেই সেখানে।ভালোবাসা বহু দূরে।শক্ত কঠোর হাসি যাকে বলে। রসহীন হাসি।সোহান ভয়ংকর একটা হাসি দিয়েই হাতে থাকা ব্যাগ হতে সদ্য কিনে আনা চকচকে চাকুটা বের করল।নিজের চেহারা স্পষ্ট দেখতে পেল মিরা চাকুটায়।আঁৎকে উঠল ও।চোখে খানিকটা ভয়। মিরার দিকে চুরিটা তাক করি আবারো একটা পৈশাচিক, ভয়ংকর, আবেগ, মায়া, ভালোবাসাহীন একটা হাসি দিল।তারপরেই মিরাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল সোহান।ক্ষানিক বাদেই মৃদু স্বরে চিৎকারের শব্দ এল রুম থেকে।এরপর গোঙ্গানির শব্দ।তারপর গলা কেটে যাওয়া গরুর মত গোঁ গোঁ স্বর ভেসে এল রুম থেকে।চিত্ চিত্ করে রক্ত বের হওয়ার মর্মান্তিক আওয়াজ বেরিয়ে এল।অতঃপর খানিকটা নিরাবতা।সব একেবারে শান্ত।
নির্মল।
ওখান থেকে বেরিয়েই সোহান উদ্দেশ্যহীন ভাবে হাঁটতে থাকল।চোখ দুটো লাল হয়ে আছে ভীষণ।শুকনো মুখ।হাসি নেই।কান্না নেই।কঠোরতা প্রচুর।ও জানেনা ও কোথায় যাচ্ছে।তবে নিজের মাঝে খানিকটা হালকা উপলব্ধি করছে ও।সোহানকে পাওয়া যায় নি আর।মাহিন নতুন করে কাউকে খুঁজে নিয়েছে।একটা জি এফ ছাড়া চলেই না ওর।আজ এ আছে তো কাল অন্য কেউ।মেয়েরাও কত বোকা।হুট করেই ফাঁদে পা দিয়ে দেয়।
বাচবিচার খুব কমই করে।
.
-তাসফি আহমেদ
Post a Comment