ছোট ছোট পঙ্কতিমালা - তাসফি আহমেদ


ছোট ছোট পঙ্কতিমালা - তাসফি আহমেদ


ছোট ছোট পঙ্কতিমালা - তাসফি আহমেদ 


১। স্বপ্নঃ

স্বপ্নে যে আসো তুমি

নীরব-শান্ত বদনখানি

এতো ভালোবাসি বলে কি,

এড়িয়ে যাও সবখানি?


২। ভালবাসার হিসেব-নিকেশ

এতো ভালোবাসি যে তোমায়,

কখনো কি রেখেছো হিসেব।

দিন গড়ালে মেলো ধরো,

এতো গল্প আর

আমার ব্যর্থতারা বেহিসেব।


৩। এতো যে ডাকি

এতোবার যে ডাকি,

মন-প্রান ভরে চেয়ে থাকি,

কখনো তুমি ফিরবে বলে

কতো যে রঙিন স্বপ্ন আঁকি।

৪। আশ্রয়

তুমি কি কখনো ভোরের কুয়াশা হয়েছো?

হয়েছো কি অন্ধকারে রূপার চাঁদ।

তুমি কখনো বর্ষা হয়েছো,

হয়েছো কি মাথা গুঁজিবার কাঁধ।

৫। প্রতিশ্রুতি

তুমি কি কখনো ভালোবেসেছো?

কখনো কি পেয়েছো প্রেম ভীষণ!

কেউ কি কখনো স্পর্শে বলেছে

এই রাত্রি, এই প্রহর, ভালোবাসব আজীবন।

৬। বেখেয়াল

কখনো কি হয়েছো বেখেয়াল,

অনমনে হারিয়েছো অজানায়

কারো চোখ দেখে ভেবেছো কখনো

আড়ালে যে প্রেম চেনায়৷

৭। ভেবেছো কি আমায়? 

কখনো কি আমায় ভেবেছো বাড়িয়ে,

ভেবেছো কি কখনো একাকী আনমনে।

আমি যে চেয়ে রই,

নিস্তব্ধ, ভীষণ নীরবে।

যদি কখনো তুমি ফিরে চাও

ভুল করেও যদি আমায় বুঝে নাও।

আমি যে ভেবেছি

তুমি কি ভেবেছো কখনো?


৮। অনুভূতি 

কিছু নীরব অনুভূতি,

অবহেলায় অযত্নে 

যেমন ফিকে হয়ে যায়

যেমন হয়ে যায় শুকনো পাতার মতো,

পায়ের মোচড়েই যার চির মৃত্যু। 

আর যে বুঝেনা,

তাকে বুঝানোই যেন চির পাপ।


 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url