Header Ads

কবিতাঃ মুগ্ধলোক । লেখক - তাসফি আহমেদ । বাংলা কবিতা

কবিতাঃ মুগ্ধলোক ।  লেখক - তাসফি আহমেদ 

কবিতাঃ মুগ্ধলোক ।  লেখক - তাসফি আহমেদ । বাংলা কবিতা

কবিতাঃ মুগ্ধলোক - তাসফি আহমেদ


এই যে আকাশে এতো মেঘ করে

তোমার আকাশ।
নীল থেকে যে কালো হয়,
মেঘলা, অন্ধকারাচ্ছন্ন হয়,
আমার ভীষণ খারাপ লাগে৷
কেমন জানি বোধ জাগে,
কিসের ব্যথায় কাতর হয়ে
প্রিয় আকাশে এতো মেঘ করে।
এই যে তোমার আকাশ,
আকাশ ভরা রাজ্যের মেঘ।
মেঘ গুলো যখন ঝরে পড়ে,
চিবুক গড়িয়ে মাটি ছোঁয়।
আমার তখন খারাপ লাগে৷
এই যে তোমার আকাশ,
নীল আকাশটি ভীষণ কালো।
ব্যথায় যখন বুক ভার,
আমার তখন ইচ্ছে জাগে,
হঠাৎ করে সূর্য হই।
সূর্য হয়ে মেঘ মুছে দেই৷
তোমার আকাশ নীল হয়ে যাক।
আলো তখন বিষাদ তাড়াক৷
এই যে তোমার আকাশ,
এতো বেশি বিষন্ন,
আমার তখন ইচ্ছে জাগে৷
চাঁদ হই।
রূপালি আলোয় তোমায় সাজাই।
তোমার সাজে মুগ্ধ হোক,
জনম জনম, মুগ্ধলোক৷
জানো,
আমার কেমন ইচ্ছে জাগে৷
আমি তোমার লোক হই, মুগ্ধলোক৷
কবিতাঃ মুগ্ধলোক।
ভুলত্রুটি মার্জনীয়।
-তাসফি আহমেদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.