Ad Code

কবিতা - অব্যক্ত অনুভূতি

কবিতা- অব্যক্ত অনুভূতি


গাঢ় অন্ধকারে
কোনো তরুণের নিঃশ্চুপ কান্না।
দিনের শেষ আলোয়
কোনো রমনীর ক্লান্ত মেকি হাসি।
দু'পক্ষের ভারী দীর্ঘশ্বাস।
অন্তরে একই জ্বালা।
কেবল একটা সত্য গোপনে,
প্রেম,ভালোবাসি তারে,
ভালোবাসি ভীষণ করে।
-তাসফি আহমেদ

বাংলা-গল্প-Bangla-Choto-Golpo-Bangla-Golpo.jpg (28)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ